রাসুল (সাঃ) এর পবিত্র নাম সমূহ ও তার ফজিলত

রাসুল (সাঃ) এর পবিত্র নাম সমূহ ও তার ফজিলত সম্পর্কে সব মুসলমানের জেনে রাখা উচিৎ। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু হজরত মুহাম্মাদ সাঃ এর অসংখ্য গুনবাচক নাম রেখেছেন, যেন এর দ্বারা তার বন্ধুর সুখ্যাতি চিরদিন অব্যাহত থাকে।

নবী করীম (সঃ) এর নামসমূহের ফযীলত

আল্লাহর হাবীব, মানুষের নবী, ও আখেরাতের ত্রাণকর্তা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ‘মুহাম্মাদ’ ও ‘আহমদ’ নাম দু’টি ব্যতীতও তাঁর আরো গুণবাচক শতাধিক নাম রয়েছে। যেগুলো কুরআন ও হাদীসের বিভিন্ন সূত্র হতে জানা যায়। তাই এর মর্যাদা ও বরকত অপরিসীম।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ নামগুলো যে ব্যক্তি সরল বিশ্বাসের সাথে পাঠ করবে, কেয়ামতের দিন তার চেহারা নূরের রৌশনিতে উজ্জ্বল হবে। হাশরবাসী সকলে তাকে মর্যাদা দিবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়াও সমস্ত নবীগণ তার মুক্তির জন্য সুপারিশ করবেন।

অর্ডার করতে ক্লিক করুন
Ad 2

পাঠক এ নামের বরকতে গুনাগার বান্দা গুনাহ হতে ফিরে থাকবে এবং নেককাজ করতে উৎসাহিত হবে এবং ঈমানসহ মৃত্যুবরণ করতে পারবে। বিশেষতঃ ইশা নামাযের পর এ ইস্মসমূহ পাক পবিত্র অবস্থায় পাঠ করে শয়ন করলে স্বপ্নে সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দর্শন লাভে ধন্য হবে। নিয়মিত এ ইস্মসমূহ পাঠকারীর দীন দুনিয়ার সকল কাজ সুষ্ঠুরূপে সুসম্পন্ন হবে এবং বালা মসীবত হতে মুক্ত থাকবে।

অর্ডার করতে ক্লিক করুন
Ad 1

নবী করীম (সঃ) এর নামসমূহ

মুহাম্মাদুন, আমানদু, মাহ্দুন, ক্বাসিমুন্, আকিবুন, ফাতিহুন, খাতিমুন্, হাশিরুন, মাহি, দায়িন,সিরাজুন, রাশীদুন, মুনীরুন, বাশীরুন, নাযীরুন, হাদিন, মাদিন, রাসূলুন নাবিয়্যুম ত্বা-হা, ইয়াসীন, মুয্যাম্মিলুন, মুদ্দাছছিরুন শাফীউন্ খালীলুন্ কালীমুন্ হাবীবুন্ মুস্তাফা, মুতাযা মুতাবা, মুখতারুন্,

অর্ডার করতে ক্লিক করুন
Ad 3

নাসিরুন, মানসূরুন্ ক্বায়িমুন, হাফিযুন, শাহীদুন আ’দিলুন্ হাকীমুন, নুরুন্, হুজ্জাতুন, বুরহানুন, আত্তাহিয়্যন, মু’মিনুন, মুত্বিউ’ন্ মুযাক্কিরুন, ওয়ায়ি’যুন আমীনুন্, সাদিকুন্ মুসাদ্দিকুন, নাত্বিকুন ছাহিবুন্, মক্কিয়্যুন, মাদানিয়ান, আরাবিয়্যুন,হাশিমিয়্যুন, তিহামিয়্যূন হিজাযিয়্যুন, নাযাবিয়্যুন, কুরাইশিয়্যুন; মুদ্বারিয়্যুন, উম্মিয়্যুন ওয়াা’যীযুন, হারীসুন্ রাউফুর রাহীমুন্, ইয়াতীমুন,

গানিয়ন, জাওয়াদুন, ফাত্তাহুন্, আলিমুন্, তাইয়্যিবুন্ ত্বাহিরুন, মুত্বাহ্হারুন খাত্বীবুন, ফাসীহুন, সাইয়্যিদুন, মুন্তাকা, ইমামুন, বারুরুন, শাফিন মুতাওয়াসিতু, সাবিকুন্ মুতাসাদ্দিকুন, মুহ্তাদিউন্, হারুন, মুবীনুন, আউয়্যালুন, আখিরুন, যাহিরুন বাত্বিনুন, রাহমাতুন, মুহাল্লিলুন, মুহাররামুন, আমিরুন্ নাহিন, শাকূরুন্ কারীবুন্ মুনীবুন্, মুবাল্লিগুন, ত্ব-সীন, হা-মীম, হাবীবুন, আওলা, ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি কালকিহি সায়্যিদিনা মুহাম্মাদিনও ওয়া আ’লা আলিহী ওয়া আসহাবীহী আজমাঈন।

সর্বশেষ কথা

রাসুল (সাঃ) এর পবিত্র নাম সমূহ ও তার ফজিলত শুধু জেনে রাখলেই হবেনা। এই পবিত্র নামগুলোর উপর আমল করতে হবে। আমাদের মুসলমান ছেলেদের নাম রাখতে পারি। বা এই সকল নাম যদি কোন মুসলমান ছেলেদের নামের সাথে মিলে যায়, তাহলে ঐ নামকে বিকৃত করে ডাকা যাবেনা। সেদিকে খেয়াল রাখতে হবে। কারন এগুলো রাসুল সাঃ এর গুনবাচক নাম।

আরো পড়ুনঃ দরূদ শরীফের ফজিলত ও আশ্চর্য কিছু ঘটনা

Leave a Comment

বিশ্বস্ত হারবাল শপের ঠিকানা